বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ৬ আগস্ট ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)-এর নির্বাহী পরিচালক শাহীন আনামের হাতে সম্মানসূচক ব্রিটিশ এম্পায়ার অর্ডারের অনারারি মেম্বার (এমবিই) পদকের প্রতীকী চিহ্ন (ইনসিগনিয়া) আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
শাহীন আনামকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করেন—যা যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথভাবে লালিত মূল্যবোধের প্রতিফলন।
যুক্তরাজ্য গত দুই দশকেরও বেশি সময় ধরে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বজায় রেখেছে। এই সময়ে একসঙ্গে কাজ করে সারা দেশে মানবাধিকার অগ্রগতি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাজ্য সরকার ৪৬০টিরও বেশি তৃণমূল সংগঠনকে সহায়তা করেছে, যারা মর্যাদা, অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পরিবর্তনশীল ভূমিকা পালন করছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, “রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই পুরস্কারটি শাহীন আনামকে দিতে পেরে আমি আনন্দিত। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও লিঙ্গ সমতা রক্ষায় তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও নিবেদন বাংলাদেশে স্থায়ী প্রভাব ফেলেছে, যা আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন।”