October 29, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বৈঠক

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বৈঠক

Image

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও ডা. তাসনিম জারা।

বৈঠকটি ছিল বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাজ্যের ধারাবাহিক আলোচনার অংশ। আলোচনায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে যাত্রা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার সারাহ কুক।

ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের বিকাশ ও যুবসমাজের অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় করেন।

Scroll to Top