October 24, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ব্রাজিলের প্রেসিডেন্ট ও FAO মহাপরিচালকের সাথে গ্লোবাল অ্যালায়েন্স অফিস উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

ব্রাজিলের প্রেসিডেন্ট ও FAO মহাপরিচালকের সাথে গ্লোবাল অ্যালায়েন্স অফিস উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

Image

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) মহাপরিচালক ড. কিউ দংইউ একসঙ্গে রোমে এফএও সদর দফতরে ‘গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি’র নতুন অফিস উদ্বোধন করেছেন।

ব্রাজিল ও বাংলাদেশ এই গ্লোবাল অ্যালায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা দেশ। প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলা এই বৈশ্বিক উদ্যোগের ধারণা প্রথম প্রস্তাব করেছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিন নেতা গ্লোবাল অ্যালায়েন্সের নতুন অফিসের ফিতা কেটে ও করমর্দনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করেন।

তাঁরা একে বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং বলেন—বিশ্ব বর্তমানে গাজা ও সুদানে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি, যেখানে ৩০ কোটিরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে—এ প্রেক্ষাপটে যৌথ উদ্যোগ ও বৈশ্বিক সংহতির এখনই সবচেয়ে প্রয়োজন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন, “চলুন আমরা একসঙ্গে কাজ করি—ক্ষুধা দূর করি, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করি।”

এসময় প্রেসিডেন্ট লুলা ও ড. কিউ দংইউ সংক্ষিপ্ত বক্তব্যে এই অংশীদারিত্বের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, গ্লোবাল অ্যালায়েন্স বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের নতুন দুয়ার খুলে দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাজিলের একাধিক মন্ত্রী, বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

Scroll to Top