আসন্ন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার শওকত আজিজ রাসেল প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে দেশের প্রায় ৪ কোটি ব্যবসায়ীর জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসা সম্প্রসারণে সর্বাত্মক সহায়তা করবেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের আয়োজনে এক মেজবান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “এখন সময় এসেছে সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার। আমাদের লক্ষ্য হবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা।”
বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল আরও বলেন, ব্যবসায়ীদের যেকোনো সমস্যার সমাধান পারস্পরিক সমঝোতার মাধ্যমে করা হবে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে মাঠপর্যায়ের ব্যবসায়ীদের পাশে থেকে বাস্তব সমস্যার সমাধানে কাজ করবেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, সাংস্কৃতিক পরিবেশনা এবং লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। এতে এফবিসিসিআইর সদস্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।











