March 15, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল পোশাক শিল্প নেতাদের সাথে সংলাপে অংশগ্রহণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল পোশাক শিল্প নেতাদের সাথে সংলাপে অংশগ্রহণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আরিফ সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) উত্তরার জায়ানট টাওয়ারে পোশাক শিল্পের বেশ কয়েকজন মালিকের সাথে আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সানজানা আফিফা অদিতি এবং গাজীপুরের মুখপাত্র বশির আহমেদ অপু। তাদের মূল উদ্দেশ্য ছিল পোশাক শিল্পের সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে জানা।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএফইউটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। মতবিনিময় সভায় জনাব ফারুক হাসান এবং অন্যান্য পোশাক শিল্প মালিকরা শিল্পের সামগ্রিক অবস্থা তুলে ধরেন, যেখানে সম্ভাবনা ও চ্যালেঞ্জ উভয়ই উল্লেখ করা হয়।

উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও স্টাইলিশ গার্মেন্টস-এর চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খান মিশা। সমন্বয়করা আলোচনা থেকে মূল্যবান তথ্য অর্জন করেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে পোশাক শিল্পের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।