বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)–এর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, পানি শোধনাগার প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হেলাল আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফরে তিনি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, চাইল্ড কেয়ার সেন্টার, পানি শোধনাগার প্রকল্প এবং বাস্তবায়নাধীন অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পগুলোর সময়মতো সমাপ্তি এবং গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।











