বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ’ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
শনিবার (৮ মার্চ) রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৩ জন ভোটারের মধ্যে ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান, তার প্রতিদ্বন্দ্বী জয় হোসাইন পেয়েছেন ১০ ভোট। একই প্যানেল থেকে অর্থ সচিব পদে শাহরিয়ার ইবনে ইব্রাহিম ৩০ ভোট পেয়ে জয়ী হন, তিনি সালাউদ্দিন মিয়াকে ১০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এবারের নির্বাচনে ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ’-এর প্রতিপক্ষ ‘বৈষম্যবিরোধী চারকোল পরিষদ’ কোনো পদেই বিজয় লাভ করতে পারেনি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান বলেন, ‘চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আমাদের সকলের সংগঠন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই শিল্পের উন্নতি নিশ্চিত করব।’
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন চৌধুরী। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও মহসিন কবীর।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম, মেহেদী হাসান (জুলিয়াস) ও মো. হাবিব-এ-হাসান। এছাড়া কার্যনির্বাহী পদে বিজয়ী হয়েছেন সামছুল আলম তালুকদার, এ এম আলমগীর কবির, তারেকুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও হোসাইন আহমেদ চৌধুরী। সহযোগী গ্রুপের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহদাত হোসেন।