বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে কিছু নাম এখনও চূড়ান্ত হয়নি। ছয়টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জায়গা ফাঁকা রাখা হয়েছে এই ভোটার তালিকায়।
খসড়া তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক—আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল। বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে, ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে এবং তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।











