October 25, 2025

শিরোনাম
  • Home
  • ভ্রমণ
  • বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজনে ট্যুরিস্ট পুলিশের অংশগ্রহণ

বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজনে ট্যুরিস্ট পুলিশের অংশগ্রহণ

Image

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ। র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়; সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়।

এছাড়া ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন; এবং জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগ।

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এদিনের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা পর্যটন শিল্পের উন্নয়ন, নিরাপদ ভ্রমণ পরিবেশ নিশ্চিতকরণ এবং পর্যটন খাতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা তুলে ধরেন।

Scroll to Top