October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় চীনের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর

বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় চীনের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর

Image

শনিবার (২৬ জুলাই, ২০২৫) চীনের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার এক অনুষ্ঠানে এ সহায়তা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দিন।

চীনের পক্ষ থেকে প্রেরিত এই জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ২,০০০-এর বেশি প্রয়োজনীয় ওষুধ ও সার্জিক্যাল যন্ত্রপাতি। সামগ্রীগুলো সরবরাহ করেছে চীনের ইউনান প্রদেশের ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং উহান তৃতীয় হাসপাতাল।

এ সহায়তা বাংলাদেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে চীন সরকার প্রদত্ত জরুরি উদ্যোগেরই একটি অংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান চীন সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Scroll to Top