October 24, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বিমানবন্দর দ্রুত পুনরায় চালুর আশ্বাস দিলেন বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বিমানবন্দর দ্রুত পুনরায় চালুর আশ্বাস দিলেন বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন

Image

বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বিমানবন্দরের ফ্লাইট চলাচল দ্রুত পুনরায় চালুর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরটি পুনরায় খুলে দেব।” বশির উদ্দিন জানান, বর্তমানে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ চেষ্টা করছে, সম্ভব হলে আজ রাতের মধ্যেই কার্যক্রম পুনরায় শুরু করা যায়।

তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে সবাই একযোগে কাজ করছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারে।”

উপদেষ্টা জানান, সরকারের তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে দ্রুত ও সুশৃঙ্খলভাবে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা। বিমানবন্দরের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শে কাজ চলছে।

দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, “আমরা মহান আল্লাহর রহমত কামনা করছি, যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বিমানবন্দরকে দ্রুত পূর্ণ কার্যক্ষমতায় ফিরিয়ে আনতে।”

Scroll to Top