March 17, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বিএসসিএলের সাথে বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের সভা

বিএসসিএলের সাথে বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের সভা

Image

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ সভা করেছে। উক্ত সভায় স্যাটেলাইট কোম্পানির সেবা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা হয় এবং সেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) গোলাম সারোওয়ার, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্‌ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (টিআরপি) মুনতাসিরুর রহমান এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক (ব্রডকাস্ট সার্ভিসেস এন্ড ওভারসিজ সেলস) মোঃ শফিউল আজম।

Scroll to Top