August 7, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে ২০২৫) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা প্রবাসী নেতাদের সাথে দলীয় নানা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক পরিস্থিতি এবং প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়ছর আহমেদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Scroll to Top