বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।











