March 18, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণে হালিশহর থানা সেচ্ছাসেবক দলের শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণে হালিশহর থানা সেচ্ছাসেবক দলের শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণে সোমবার (১৭ মার্চ ২০২৫) চট্টগ্রাম হালিশহর থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে শোক সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, দক্ষ সংগঠক ও তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান। তিনি তার বক্তব্যে আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক অবদান ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

উক্ত থানার সভাপতি কাফি মুন্নার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এছাড়াও চট্টগ্রাম মহানগর ও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top