August 3, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কালিয়াকৈরে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কালিয়াকৈরে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

Image

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর জেলা বিএনপি’র অন্তর্গত কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচির পাশাপাশি একটি সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ূন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ।

Scroll to Top