শনিবার (১১ অক্টোবর, ২০২৫) বিএনপি’র সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. এম এ কাইয়ুম। অন্যান্য বিএনপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত নেতারা হান্নান শাহের অবদান স্মরণ করে তার রাজনীতিক ও দেশপ্রেমিক জীবনকে সম্মান জানিয়েছেন।











