August 2, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিইউএফটি-তে সদ্য প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিইউএফটি-তে সদ্য প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল্লাহ হিল রাকিব স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে আবদুল্লাহ হিল রাকিবের কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয় ১০০টি নির্বাচিত আলোকচিত্র এবং একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে। এতে তার পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধব ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন এবং আবেগঘন স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে আবদুল্লাহ হিল রাকিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মানপত্র ও স্মৃতিসংবলিত ফটো অ্যালবাম উন্মোচন করা হয়। সভার শেষাংশে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Scroll to Top