October 25, 2025

শিরোনাম

বিআইআইএসএস-এ “Bangladesh-US Tariff Deal” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Image

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) তারিখে বিআইআইএসএস মিলনায়তনে “Bangladesh-US Tariff Deal: How to Optimise Trade Benefit” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ। তিনি স্বাগত ভাষণ এবং সমাপনী বক্তব্যও দেন। বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক ড. মোহাম্মদ জসিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারে তিনটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপক হিসেবে ছিলেন ড. মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বিআইআইএসএস; ড. গোলাম রসুল, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং জনাব ইনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ। উপস্থাপনাসমূহের পরে একটি উন্মুক্ত আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ আলোচকবৃন্দ উল্লেখ করেন যে আলোচনার মাধ্যমে বাংলাদেশ ১ আগস্ট থেকে শুল্ক ২০ শতাংশে কমাতে সফল হয়েছে। পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে কমানোকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার তার এশিয়ান প্রতিযোগী যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অনুরূপ; এবং এটি মিয়ানমার ও ভারতের মতো কিছু প্রতিবেশীর তুলনায় অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাজার বিশেষ করে পোশাক শিল্পের জন্য এই চুক্তি কার্যকরভাবে ব্যবহার করা হলে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে এই শুল্ক চুক্তির সুবিধা সর্বাধিক করার জন্য বাংলাদেশকে তার বাণিজ্য বাস্তুতন্ত্রের (trade ecosystem) বিভিন্ন দিক মোকাবেলা করে একটি বিস্তৃত কৌশল গ্রহণ করতে হবে। মার্কিন প্রবর্তিত এই শুল্ক যুদ্ধের ভবিষ্যত গতিপথ অনিশ্চিত রয়ে গেছে। মার্কিন শুল্ক দ্বারা সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের তাৎক্ষণিক মনোযোগ দাবি করে।

বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণ, কূটনৈতিক মিশন, গণমাধ্যম, গবেষকগণ, শিক্ষাবিদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিগণ এবং ব্যবসায়িক ব্যক্তিত্ববর্গ সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনা অধিবেশনে তাঁদের মূল্যবান মতামত, মন্তব্য, পরামর্শ এবং পর্যবেক্ষণ উপস্থাপন করে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন

Scroll to Top