রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজার ষষ্ঠমীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও সেক্রেটারি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ-এর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরীসহ অসংখ্য বিশিষ্টজন ও ভক্তবৃন্দ। পূজা উদযাপন কমিটির সদস্য সঞ্জয় কুমার নাহা অতিথিদের স্বাগত জানান।

উদযাপনকে কেন্দ্র করে বারিধারা ডিওএইচএস এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা ধর্মীয় ভক্তি ও আনন্দে মেতে উঠেছেন।











