March 14, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বায়ু দূষণ পর্যবেক্ষণ উন্নত করতে জাপান অনুদান সহায়তা প্রদান করছে

বায়ু দূষণ পর্যবেক্ষণ উন্নত করতে জাপান অনুদান সহায়তা প্রদান করছে

Image

সোমবার (৩ ফেব্রুয়ারি, ২০২৫) জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপ-মন্ত্রী মিসেস ইকুইনা আকিকো স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাননীয় জনাব সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী “বায়ু দূষণ পর্যবেক্ষণের জন্য সরঞ্জামের উন্নয়ন প্রকল্প” (৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন পর্যন্ত, প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার) শীর্ষক জাপানি অনুদান সহায়তার বিনিময় নোট স্বাক্ষর করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ খায়রুল হাসানও অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেছিলেন।

দুই কাউন্টির মধ্যে এই বিনিময় নোটের ভিত্তিতে, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জনাব ইচিগুচি তোমোহিদে এবং জনাব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী একটি প্রাসঙ্গিক অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পে, রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মূলত যানবাহনের নির্গমন থেকে উৎপন্ন বায়ু দূষণকারী পদার্থ পরিমাপ ও বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধির জন্য বায়ু দূষণ পর্যবেক্ষণের জন্য সরঞ্জাম স্থাপন করা হবে, যার ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে।

“‘কৌশলগত অংশীদারিত্ব’-এর আওতায়, জাপান এই অঞ্চল এবং আন্তর্জাতিক সমাজের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার জন্য বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সহযোগিতা অব্যাহত রাখবে,” বলেন সংসদীয় উপ-মন্ত্রী মিসেস ইকুইনা।

Scroll to Top