জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজন করে “জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক বিশেষ আলোচনা সভা। শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে এক হৃদয়বিদারক মুহূর্তে আবেগে ভেঙে পড়েন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ পরিবারের এক শিশুর বাবাকে জড়িয়ে ধরার আবেগঘন আকুতি শুনে সভায় উপস্থিত অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও দর্শক-শ্রোতার সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান নিজেও। যা ভারচ্যুয়াল স্ক্রিনে লক্ষ্য করে উপস্থিত সবাই।