মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়োহান বুসে। আগামী ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
ইয়োহান বুসে বর্তমানে সিঙ্গাপুরের টেলিকম কোম্পানি স্টারহাবে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান হিসেবে কর্মরত আছেন। সেখানে তিনি কৌশলগত পরিকল্পনা ও ব্যবসায়িক রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের টেলিযোগাযোগ খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ওমানের ওরিডুতে চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও, তিনি ডয়চে টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি এরিক আস-এর স্থলাভিষিক্ত হবেন, যিনি নয় বছর ধরে বাংলালিংকের নেতৃত্ব দিয়ে আসছেন। বাংলালিংকের বর্তমান সিইও হিসেবে এরিক আস টেলিকম বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, নেটওয়ার্ক উন্নয়ন ও ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।