October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

Image

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হি.ই. রেতো রেংগলি সোমবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মি. আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ইস্যু, বহুপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান সম্ভাবনাসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা, টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Scroll to Top