বাংলাদেশ সরকার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ-বিদেশে দেশের সাংস্কৃতিক চর্চা ও প্রচার জোরদারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির (বিএসএ) নতুন মহাপরিচালক ও চারজন পরিচালক নিয়োগ দিয়েছে। নবগঠিত পরিচালনা কাঠামো আধুনিক যুগের চাহিদা পূরণের লক্ষ্যে একাডেমিকে পুনর্গঠন করবে। এর মধ্যে রয়েছে কার্যকর অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা লালন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপনের পরিকল্পনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাংস্কৃতিক আইকন ও অনন্য গুরুত্বপূর্ণ ঘটনাবলি উদযাপন এবং সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, নৃত্য, শিল্পকলা, আলোকচিত্র ও নতুন মিডিয়ার ক্ষেত্রে আগামী এক বছরের জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ।
একাডেমি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যাতে শিল্পচর্চার গুরুত্বপূর্ণ শাখাগুলো অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি এশিয়ান আর্ট বিয়েনাল পুনর্গঠন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সঙ্গীত ও নৃত্য উৎসব পৃথকভাবে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হবে। জুলাই-পরবর্তী বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ধারা এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আরও জোরদার হবে, যেখানে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় অবহেলিত বা বঞ্চিত মনে করা হবে না।
নবনিযুক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। তিনি আশির দশকের অন্যতম উল্লেখযোগ্য কবি; ৪৫টি কাব্যগ্রন্থের রচয়িতা এবং ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত। প্রশিক্ষণ বিভাগের পরিচালক হয়েছেন ইউরোপ ও এশিয়াভিত্তিক বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ, যিনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণ ও শিক্ষা কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত আছেন।
প্রযোজনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্র্যান্ড ও গণমাধ্যম বিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান। তিনি দেশের শীর্ষ এফএম রেডিও স্টেশনগুলো প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সমসাময়িক বাংলা সংগীতের স্বর্ণযুগের অন্যতম উদ্যোক্তা। গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হয়েছেন সালমা জামাল মৌসুম, যিনি আন্তর্জাতিক শিল্প প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং সমাজভিত্তিক শিল্প, সহযোগিতামূলক চর্চা ও শিল্পভিত্তিক সামাজিক আন্দোলন নিয়ে গবেষণা করেন।
নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নাট্য ও চলচ্চিত্র অভিনেতা, ভয়েস-ডাবিং শিল্পী ও পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি তীরন্দাজ রিপার্টরি নাট্যদলের প্রধান এবং সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও লন্ডনের SOAS বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পী, সংস্কৃতিসেবী ও সৃজনশীল মেধাবীদের জন্য একটি প্রাণকেন্দ্র হিসেবে বহাল ও প্রতিষ্ঠিত রাখতে নতুন নেতৃত্ব কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।











