October 26, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদার করতে পররাষ্ট্র সচিবের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদার করতে পররাষ্ট্র সচিবের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

Image

ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এআই, রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, রবিবার (২৩ ফেব্রুয়ারী, ২০২৫) পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত জ্যাকবসন চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্যের পাশাপাশি প্রতিষ্ঠান গঠন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মার্কিন সিডিএকে স্বাগত জানিয়ে, পররাষ্ট্র সচিব অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলিও নিয়ে আলোচনা করেন।

Scroll to Top