October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

Image

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ-চীন নারী ফুটবল প্রীতি ম্যাচ ২০২৫’। রঙিন পতাকায় সজ্জিত স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব ড. মো. নাজরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টুসহ চীন ও বাংলাদেশের বিভিন্ন শ্রেণিপেশার চার হাজারেরও বেশি প্রতিনিধি ও ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

নিজের বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আজকের ম্যাচ দুই দেশের তরুণদের জন্য উৎসব, ক্রীড়ার সিম্ফনি ও বন্ধুত্বের মঞ্চ। আমি আশা করি, ভবিষ্যতে আরও বেশি তরুণ-তরুণী চীন-বাংলাদেশ বন্ধুত্বে নিজেদের আবেগ ও স্বপ্নকে নিবেদন করবে এবং একসঙ্গে বড় অর্জন গড়ে তুলবে।”

বাংলাদেশি অতিথিরাও দুই দেশের তরুণদের মধ্যে বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এসব উদ্যোগকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রীতি ম্যাচে অংশ নেয় চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও জিয়াংসু নরমাল বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের নিয়ে গঠিত যৌথ নারী বিশ্ববিদ্যালয় ফুটবল দল এবং বাংলাদেশের যুব নারী ফুটবল দল। দুই দলের চমৎকার পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Scroll to Top