বাংলাদেশে নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত, আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ, রবিবার (৯ মার্চ, ২০২৫) ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে তারা কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও প্রবাসী কল্যাণ নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং গুরুত্বপূর্ণ খাতে আরও সহযোগিতার আহ্বান জানান।
“কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বৈশ্বিক বাজারে হালাল খাদ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আমি আপনাদের এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানাই,” বলেন অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZs) এবং ৭-৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
“সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য বড় সুযোগ হবে,” তিনি বলেন।
রাষ্ট্রদূত হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমাদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানান।
“আমরা একসঙ্গে কাজ করতে উন্মুখ,” বলেন তিনি।
উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে একটি যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান এবং উপসাগরীয় এই তেলসমৃদ্ধ দেশকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার অনুরোধ জানান।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের, কর্মপরিবেশ উন্নত করার গুরুত্বও তিনি তুলে ধরেন।
তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন।
দুই পক্ষই অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
“আমাদের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন প্রধান উপদেষ্টা।