বুধবার (৫ মার্চ, ২০২৫) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মো. জাশিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া-প্যাসিফিক) রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী।
রাষ্ট্রদূত সিদ্দিকী পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

দুই পক্ষই ২০২৪ সালের ডিসেম্বর মাসে কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনের পার্শ্ববৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময় তাদের মধ্যে হওয়া অর্থবহ আলোচনা স্মরণ করেন। এছাড়া, ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার আপিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করা হয়।
দুই পক্ষই ২০১০ সালে সর্বশেষ অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং ২০০৫ সালে সর্বশেষ অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পুনরায় আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া, বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ঘাটতি হ্রাসের উপায় নিয়েও মতবিনিময় হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশে বাণিজ্য প্রতিনিধিদলগুলোর সফর নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে পণ্য-নির্ভর বাণিজ্য প্রতিনিধিদল পাকিস্তান সফরের ওপর গুরুত্বারোপ করেন।
দুই দেশের মধ্যে পর্যটন, জনসংযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, সার্ক, ওআইসি ও ডি-৮-এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বও আলোচনায় উঠে আসে।
রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এইচ.ই. সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন।