August 3, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

Image

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) বিএনপি নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষই চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীরতর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে পার্টি-টু-পার্টি (দলীয় পর্যায়ের) সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top