বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) আলজিয়ার্সে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ (এফওসি) শেষে আলজেরিয়ার পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জনাব আহমেদ আত্তাফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠককালে উভয় বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উপর সন্তোষ প্রকাশ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং এর বাইরেও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় অনুসন্ধান করেন। পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সম্ভাবনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি আরও মন্তব্য করেন যে বাংলাদেশ ও আলজেরিয়া স্বল্পতম সময়ের মধ্যে দর্শনীয় অর্থনৈতিক সম্পর্ক অর্জন করতে এবং তা সামনে আনতে পারে।
রাষ্ট্রদূত জসিম এবং আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন, বহুপাক্ষিক মঞ্চে চলমান সহযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকট সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। জনাব আত্তাফ শরণার্থীদের বিশাল আগমনের ফলে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জগুলি স্বীকার করে সংকট মোকাবেলায় বাংলাদেশের সাথে তার সংহতি প্রকাশ করেন। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আলজেরিয়ার পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ বিশ্ব শান্তি, উন্নয়ন এবং মানবিক প্রচেষ্টায় বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন। তিনি সকল স্তরে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য আলজেরিয়ার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।