October 26, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ শুরু, ঢাকায় চলছে ‘স্টার্টআপ কানেক্ট ২০২৫’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ শুরু, ঢাকায় চলছে ‘স্টার্টআপ কানেক্ট ২০২৫’

Image

সোমবার (৭ এপ্রিল ২০২৫) ঢাকায় শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’, যার মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ সম্ভাবনা ও অর্থনৈতিক পরিবর্তনের সুযোগগুলোকে সামনে তুলে ধরা হচ্ছে। এই সম্মেলনটি দেশীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।

সামিটের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’ — একটি উচ্চপ্রোফাইল, দুইদিনব্যাপী সম্মেলন, যেখানে অংশ নিয়েছেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী, স্টার্টআপ উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য প্রদান করেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান, জনাব তানভীর আলী। অধিবেশনটি সঞ্চালনা করেন শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) ফায়জ আহমাদ তাইয়্যেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী।

এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উদীয়মান স্টার্টআপ ইকোসিস্টেম, উদ্ভাবনী সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণে দেশের অগ্রযাত্রাকে বিশ্ব দরবারে তুলে ধরা হচ্ছে।

Scroll to Top