বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশিদ (Shiuneen Rasheed) এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে উভয়পক্ষ গবেষণা ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্ঞান বিনিময়, যৌথ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধ, টেকসই সম্পদ ব্যবস্থাপনা এবং স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য নীল অর্থনীতি (Blue Economy) এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।
হাইকমিশনার শিউনিন রাশিদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গবেষণা ও উদ্ভাবন খাতে সহযোগিতা বাড়ানো হবে। অন্যদিকে ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, যৌথ উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনমূলক প্রকল্প বাস্তবায়নে উভয় দেশই উপকৃত হবে।











