বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। রাষ্ট্রদূত প্লানা বাংলাদেশ ও কসোভোর মধ্যে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং যৌথ অগ্রাধিকার ও সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।