ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এ. জব্বার সম্প্রতি “বাংলাদেশে সার্কুলার টেক্সটাইলের উপর মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালায়” বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন। নেদারল্যান্ডস দূতাবাস, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই কর্মশালা আয়োজন করেছে।
এই অনুষ্ঠানটি টেক্সটাইল এবং পোশাক খাত, সরকারি সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের একত্রিত করে কার্যকর সমাধান তৈরি করতে এবং টেক্সটাইল শিল্পের মধ্যে সার্কুলারিটি প্রচারে শক্তিশালী আন্তঃক্ষেত্রীয় সহযোগিতা গড়ে তুলতে।
প্যানেল আলোচনার সময়, জনাব জব্বার শিল্পের টেকসই অনুশীলনের দিকে উত্তরণের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মিসেস বিদ্যা অমৃত খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) মহাপরিচালক (যুগ্ম সচিব) জনাব মো. আরিফুল হক।