বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক বৈঠকসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন গতি এনে দিয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন।











