বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) তাকাহাশি নাওকি রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ঢাকায় অনুষ্ঠিত “বি-টপস” (Bangladesh Top Software Engineers) সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাইকা (JICA), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

‘বি-টপস’ প্রকল্পটি জাইকার চলমান একটি টেকনিক্যাল কোঅপারেশন কর্মসূচি, যার লক্ষ্য বাংলাদেশে উচ্চ দক্ষতাসম্পন্ন আইসিটি পেশাজীবী তৈরি করা। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (NII) পরিচালিত “টপস” উদ্যোগের অনুপ্রেরণায় গঠিত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের মধ্যম পর্যায়ের আইটি ইঞ্জিনিয়ারদের জন্য উন্নত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা দেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তাকাহাশি নাওকি বলেন, “বি-টপস প্রকল্পটি সরকার, শিক্ষাঙ্গন ও শিল্পখাতের ঘনিষ্ঠ সহযোগিতার এক অনন্য উদাহরণ।” তিনি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “এই ধরনের উদ্যোগ বাংলাদেশের সফটওয়্যার ও ডিজিটাল সেবাখাতে বৈশ্বিক মূল্যশৃঙ্খলায় আরও উঁচুতে পৌঁছাতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মি. শিশ হায়দার চৌধুরী, জাপানের এনআইআই-এর তিনজন খ্যাতনামা অধ্যাপক, এবং বাংলাদেশ ও জাপানের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা।











