October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

Image

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো’ শ্রী আমরান মোহাম্মদ জিন-এর সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন এবং এ সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ব্যাপারে মতবিনিময় করেন।

দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা ছাড়াও আসন্ন মালয়েশিয়া সফর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতি বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম, এলএনজি খাতে সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক, এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।

Scroll to Top