October 28, 2025

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান ড. এম এ কাইয়ুম

বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান ড. এম এ কাইয়ুম

Image

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রদূতের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. এম এ কাইয়ুম বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য আমিরাতে ভিসা প্রক্রিয়া আরও সহজীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী কর্মক্ষম ও দক্ষ। তারা আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, “দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হবে।”

বৈঠকের শেষে উভয়পক্ষ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন।

Scroll to Top