বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলা ও শাহ রায়িদ চৌধুরীসহ পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীরা বুধবার (২ জুলাই, ২০২৫) ঢাকায় মার্কস অ্যান্ড স্পেন্সার (এম অ্যান্ড এস)-এর ব্যবস্থাপনা পরিচালক জন লিটল এবং সোর্সিং ও টেকনোলজি পরিচালক মোনিক লেউউয়েনবার্গ-এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তৈরি পোশাক শিল্পের মূল বিষয়সমূহ ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হয়, বিশেষ করে বাংলাদেশে এম অ্যান্ড এস-এর ব্যবসার প্রসার নিয়ে মতবিনিময় করেন উভয়পক্ষ।
দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন এবং এম অ্যান্ড এস ও বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে এম অ্যান্ড এস-এর বাংলাদেশ ও ভারত অঞ্চলের প্রধান শ্বপ্না ভৌমিকও উপস্থিত ছিলেন।