বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় মালয়েশিয়ার অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন হলো সম্প্রতি ঢাকায় EDOTCO বাংলাদেশ-এর অত্যাধুনিক 5G-রেডি টাওয়ার অপারেশন সেন্টার (TOC) এর উদ্বোধন। এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। মালয়েশিয়ার Axiata Group Berhad-এর অধীনস্থ একটি সরকারি সংস্থা (GLC) হিসেবে, EDOTCO বাংলাদেশ দেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ এবং টেকসই সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

১৮,০০০-এর বেশি টেলিকম টাওয়ার নিয়ে গঠিত নেটওয়ার্কের মাধ্যমে EDOTCO বাংলাদেশ ডিজিটাল বৈষম্য দূরীকরণ এবং দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সংযুক্ত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্ভাবনী এবং টেকসই সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের আঞ্চলিক ডিজিটাল হাব হওয়ার লক্ষ্যে অব্যাহত সমর্থন প্রদান করছে।

হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান বাংলাদেশের সংযোগ সক্ষমতা বৃদ্ধি করতে অভিজ্ঞতা ভাগাভাগি এবং বিভিন্ন অংশীদারের সাথে একযোগে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশ একসঙ্গে একটি ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রতি মালয়েশিয়ার এ সহযোগিতা উভয় দেশের দৃঢ় অংশীদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।