আন্তর্জাতিক অর্থ সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC) বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনেটা লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়ে ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের কার্যকরী মূলধনের ঋণ প্রদান করেছে। এই বিনিয়োগের লক্ষ্য হলো—বাংলাদেশে সাশ্রয়ী, মানসম্পন্ন ওষুধের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করা।

বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ নিজস্বভাবে উৎপাদন করে থাকে। এবার আন্তর্জাতিক বাজারে প্রবেশের দিকেই দৃষ্টি দিচ্ছে দেশীয় ফার্মাসিউটিক্যালস খাত। এই প্রেক্ষাপটে রেনেটাকে প্রদত্ত IFC-এর এই সহায়তা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
এই বিনিয়োগের মাধ্যমে রেনেটা লিমিটেড তাদের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, নতুন বাজারে প্রবেশ, উদ্ভাবনী পণ্যের উন্নয়ন এবং ব্যবসায়িক স্থিতিশীলতা অর্জনে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। একইসাথে দেশের ওষুধ খাত বৈশ্বিক জেনেরিক ওষুধ বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

এটি IFC-এর বাংলাদেশের ওষুধ শিল্পে প্রথম বিনিয়োগ, যা ভবিষ্যতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অবদান বাড়াতে সহায়ক হবে।