বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট ট্যুরিজমের অন্যতম গন্তব্য হিসেবে প্রচারের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)-এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর, ২০২৫) রাজধানীর বিটিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম, বিসিবি প্রেসিডেন্টের উপদেষ্টা কমিটির ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা মো. সাখাওয়াত হোসেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী, বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, বিটিবির পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু সালিম মাহমুদ-উল-হাসান এবং বিটিবির পরিচালক (মার্কেটিং, পরিকল্পনা ও জনসংযোগ) সেলেহা বিনতে সিরাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি দেশের ব্র্যান্ড আইডেন্টিটির অংশ। দেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আধুনিক স্টেডিয়াম, আতিথেয়তা ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে ‘ক্রিকেট ট্যুরিজম’ খাতকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত করার পরিকল্পনা নিয়েছে দুই প্রতিষ্ঠান।
এ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ, টুর্নামেন্ট এবং ক্রিকেট ইভেন্টকে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করা, ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ চালু করা এবং বাংলাদেশের ইতিবাচক ইমেজ বিশ্বে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়।











