আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) ঢাকাস্থ ব্রুনাই দারুসসালাম হাইকমিশনে ব্রুনাইয়ের মহামান্য হাইকমিশনার হাজি হারিস বিন উসমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন “বিজনেস ইন বাংলাদেশ” এবং “ঢাকা মিডিয়া”-এর সম্পাদক মোঃ সজীবুল-আল-রাজীব।


বৈঠকে ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে মোঃ সজীবুল-আল-রাজীব হাইকমিশনারকে “বিজনেস ইন বাংলাদেশ”-এর প্রকাশিত সকল সংখ্যা উপহার হিসেবে তুলে দেন। এসময় ব্রুনাই দারুসসালাম এর পক্ষ থেকে মহামান্য হাইকমিশনার মোঃ সজীবুল-আল-রাজীব কে ব্রুনাই সম্পর্কিত একটি বই স্যুভেনির হিসেবে উপহার প্রদান করেন। এ সময় তিনি হাইকমিশনের ‘ভিজিটরস বুকে’ শুভেচ্ছা বার্তাও লিপিবদ্ধ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পর্যটন খাতের সম্ভাবনা, ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরসন, সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, যৌথ সেমিনার আয়োজন এবং বি২বি কার্যক্রম আরও জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশি উদ্যোক্তাদের ব্রুনাইয়ে আয়োজিত আন্তর্জাতিক মেলা ও ইভেন্টসমূহে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষভাবে আলোচনায় স্থান পায় তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতা বিষয়ক সম্ভাবনা। কীভাবে ব্রুনাইয়ে বাস্তব ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া যায় – সে বিষয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
পর্যটন খাতের উন্নয়ন ও দুই দেশের যৌথ প্রমোশনাল কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন উভয়পক্ষ।
বৈঠকে মহামান্য হাইকমিশনার হাজি হারিস বিন উসমান আলোচনার প্রতিটি বিষয় গভীর আগ্রহের সঙ্গে শ্রবণ করেন এবং মোঃ সজীবুল-আল-রাজীবকে তাঁর সুচিন্তিত পরামর্শ ও উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার সম্পর্ক জোরদার করতে হাইকমিশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।