বুধবার (১৫ই অক্টোবর, ২০২৫) আন্তর্জাতিক ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ জাতীয় গ্রন্থ কেন্দ্রের বুক স্টল উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কথা সাহিত্যিক আফসানা বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী। এই বইমেলা পাঁচ দিন চলবে।

১৮ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় জাতীয় গ্রন্থের পক্ষ থেকে একটি সেমিনার আয়োজন করে করা হয়েছে যাতে মূল বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ডক্টর নাওমী হোসেন। বইমেলায় বাংলাদেশ থেকে প্রকাশিত দুই শতাধিক বই প্রদর্শন করা হচ্ছে।











