বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে, যাতে ফুটবলের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ আরও উজ্জ্বল করা যায়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) বিএফএফ’র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিজিএমইএ নেতৃত্বের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়।

বিজিএমইএ’র পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজান আর. এফপিবি, পরিচালক শাহ রায়েদ চৌধুরী ও আসেফ কামাল পাশা, বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটি অন স্পোর্টসের চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, কো-চেয়ার আকবর হায়দার মুন্না এবং কো-চেয়ার কাজী নাজমুল হাসান।
অন্যদিকে, বিএফএফ’র প্রতিযোগিতা কমিটির সদস্য তাজওয়ার আউয়াল, কেএসি ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএফএফ’র অফিসিয়াল কিট পার্টনার আবিদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষই বেশ কয়েকটি যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের দৃশ্যমানতা বাড়ানো, জাতীয় স্টেডিয়ামে বিএফএফ’র সহায়তায় ‘বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন এবং বিজিএমইএ সদস্যদের জন্য আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি।
বিএফএফ ও বিজিএমইএ প্রতিনিধিরা একসঙ্গে ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা, সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা এবং বাংলাদেশের ইতিবাচক বৈশ্বিক ভাবমূর্তি গঠনের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।











