রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ কাঁধে হাঁটছিলেন ওই ব্যক্তি। প্যাডটি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ছিটকে পড়া ওই ধাতব বস্তুটি পাশে থাকা একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করলে দোকানের কাঁচ ভেঙে দুজন আহত হন।











