August 10, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ফরাসি দূতাবাসের উদ্যোগে নারী অভিবাসীদের পুনর্বাসন প্রকল্প উদ্বোধন

ফরাসি দূতাবাসের উদ্যোগে নারী অভিবাসীদের পুনর্বাসন প্রকল্প উদ্বোধন

Image

ফরাসি পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে “কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব মাইগ্রেশন: রিইন্টিগ্রেশন অব উইমেন মাইগ্র্যান্টস” শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রবিবার (১০ আগস্ট) ঢাকায়।

প্রকল্পটির লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ প্রবাসফেরত নারী শ্রমিকদের মর্যাদার সাথে সমাজ ও অর্থনীতিতে পুনর্বাসন করা। এর মাধ্যমে সামাজিক কলঙ্ক কমানো, মানসিক সুস্থতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (ডিটিটিটিআই)-এ, যা আয়োজন করা হয়েছিল ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-এর সহযোগিতায়।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) প্রকল্পটি বাস্তবায়ন করবে নারায়ণগঞ্জ, যশোর, ঢাকা ও খুলনা—এই চারটি জেলায়।

Scroll to Top