ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা এবং করণীয় নিয়ে রবিবার (২৩ মার্চ ২০২৫) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও অক্সফাম বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিআইবি’র সেমিনার কক্ষে আয়োজিত এ আলোচনাসভায় ‘মিডিয়া ইন দ্যা এইজ অফ মিস ইনফরমেশন এন্ড ডিজ ইনফরমেশনঃ চ্যালেঞ্জেস, রেসপন্সিবিলিটিজ অ্যান্ড দ্যা পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এছাড়াও গণমাধ্যম সংস্কার কমিটির প্রধান কামাল আহমেদ, অক্সফাম ইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।











