March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি ও সিইওর মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি ও সিইওর মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Image

ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত মহামান্য মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ এম ওমর তৈয়ব।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে ইসলামিক অর্থায়ন এবং পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ইসলামিক অর্থায়নের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং পুঁজিবাজারের বিকাশে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ইসলামিক অর্থায়নে মালয়েশিয়া আবারও শীর্ষস্থান অর্জন করেছে। ২০২৪ সালের ইসলামিক অর্থায়ন উন্নয়ন সূচক (IFDI)-এ মালয়েশিয়া এক নম্বর স্থানে রয়েছে, যা দেশটির ইসলামিক অর্থায়ন ব্যবস্থার শক্তিশালী অবস্থান নির্দেশ করে।

Scroll to Top